নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। গ্রুপ-বি-তে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়েছে। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪২.৪ ওভারে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ দল। ৮৯ রানের ইনিংস খেলেন নাজমুল শান্ত।
জবাবে শ্রীলঙ্কা ৩৯ ওভারে পাঁচ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে। সাদিরা সামারাবিক্রমা ৫৪ রান এবং চারিথ আসালাঙ্কা ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৬ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ দল। তার জন্য অর্ধেকের বেশি রান করেন নাজমুল হোসেন শান্ত। ১২২ বলে ৮৯ রানের ইনিংস খেলেন নাজমুল। সেঞ্চুরি মিস করেন তিনি। নাজমুল ছাড়া আর কোন ব্যাটসম্যান ক্রিজে থাকতে পারেননি। তৌহিদ হৃদয় ২০, মোহাম্মদ নাঈম ১৬ ও মুশফিকুর রহিম ১৩ রান করেন। এই চারজন ছাড়া আর কোন ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পারেননি। জবাবে শ্রীলঙ্কার শুরুটাও ছিল বাজে। ৪৩ রান পর্যন্ত তিন উইকেট হারায় তারা। এরপর চতুর্থ উইকেটে ৭৮ রানের জুটি গড়েন সাদিরা সামারাবিক্রমা ও চরিথ আসালাঙ্কা। ৭৭ বলে ৬টি চারের সাহায্যে ৫৪ রানের ইনিংস খেলেন সাদিরা সামারাবিক্রমা। ৯২ বলে পাঁচটি চার ও এক ছক্কার সাহায্যে ৬২ রান করার পর আসালঙ্কা অপরাজিত থাকেন।
এ দিন, ম্যাচ জেতার পর শানাকা বলেন, “বোলাররা যেভাবে বল করেছে, তার কৃতিত্ব তাদের। বিশেষ করে সামনের দিকে থিকসানা, ধনঞ্জয়া এবং পাথিরানা যারা এত ভালো বোলিং করছে। এই পিচে সাদিরা যেভাবে ব্যাট করেছে, আজ তার দিন ছিল। আসালঙ্কা গত ২ বছর ধরে অসামান্য পারফর্ম করছে। শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য শুভ লক্ষণ।”