নিজস্ব প্রতিনিনি(সতকশ কুমার): উপনির্বাচনে বিপুল ভোটে হেরে ফের ভরাডুবির মুখে বিজেপি। বাংলা সহ দেশের সাতটি রাজ্যে ক্লিন সুইপ ‘ইন্ডিয়া’র। এবার রাজ্যের চারটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তারমধ্যে চারটি আসনেই বিপুল মার্জিনে জয় ছিনিয়ে নিল শাসক দল তৃণমূল। বাগদা, রানাঘাট, রায়গঞ্জ ও মানিকতলা এই চারটি কেন্দ্রেই বিরাট মার্জিনে জয় ছিনিয়ে নিল শাসক দল।
কমপক্ষে ৪০ হাজার ভোটের মার্জিনে এগিয়ে রয়েছেন মানিকতলার তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডে ও রানাঘাটের মুকুটমনি অধিকারী। অন্যদিকে বিজেপি থেকে তৃণমূলে আসা ‘দলবদলু’ প্রার্থী কৃষ্ণকল্যানীও বিপুল মার্জিনে জিতেছেন। লোকসভা ভোটের ভরাডুবির পর এই উপনির্বাচনকে টার্নিং পয়েন্ট হিসেবে দেখেছিল রাজ্যের বিজেপি নেতৃত্ব। শুভেন্দু অধিকারীর ওপর ভরসা করেই ফের লড়াইয়ের ময়দানে নামে গেরুয়া শিবির। কিন্তু এবারও জয়ের মুখ দেখতে সম্পূর্ণ ব্যর্থ তাঁরা। অন্যদিকে, বাগদাতে মধুপর্ণা ঠাকুরের জয় মতুয়া ভোটব্যাঙ্কে ফাটল ধরাতে সফল মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
অন্যদিকে, গোটা দেশের ১৩ টি আসনের মধ্যে ১২ টিতেই এনডিএকে পরাস্ত করে এগিয়ে গিয়েছে কংগ্রেস সহ ‘ইন্ডিয়া’ জোট। জেলে থেকেও পঞ্জাব উপনির্বাচনে বাজিমাত করলেন কেজরিওয়াল। পঞ্জাবের জলন্ধরে পশ্চিমে বিজেপির শীতল অঙ্গুর রিঙ্কুকে হারিয়ে জয়ী হলেন আম আদমি পার্টির প্রার্থী মহিন্দর ভগত। ব্যবধান প্রায় সাড়ে ৩৭ হাজার ভোটের। ২০২২ সালে জয়ী আপ প্রার্থী রিঙ্কুর বিজেপিতে যোগদানের ফলে উপনির্বাচন হয়েছিল বুধবার। এবার ভোটে রিঙ্কু লড়ছিলেন বিজেপির টিকিটে।
হিমাচল প্রদেশের বিপুল ভোটে এগিয়ে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর। দেহরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হোশিয়ার সিংহের তুলনায় সাত হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। দেহরা, হামিরপুরের মতো কেন্দ্রে কংগ্রেস প্রার্থীরা বিজেপিতে যোগদান করায় এই আসনগুলিতে উপনির্বাচন হয়।
বিহারের রুপৌলীর জেডিইউ বিধায়ক বিমা দেবী আরজেডিতে যোগ দেওয়ায় এবং মধ্যপ্রদেশের অমরওয়াড়ার কংগ্রেস বিধায়ক কমলেশ প্রতাপ শাহ বিজেপিতে যোগ দেওয়ায় সেখানে আবার ভোট হয়। তবে বিহারে এগিয়ে রয়েছে এনডিএ জোটসঙ্গী জেডিইউ। বিহারের রুপৌলি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃতীয় স্থানে রয়েছেন আরজেডি প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক বীমা ভারতী। সেখানে এগিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউর প্রার্থী।
দক্ষিণী রাজ্যে তামিলনাডুর একটি কেন্দ্র বিক্রমবন্ডিতেও জিতেছে স্ট্যালিনের ডিএমকে। রাজ্যে তৃণমূলের চারটি আসন ধরে গোটা দেশে মোট ১৩ টির আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র ঝুলিতে মাত্র দুটি আসন আসতে চলেছে।