HomeNewsবাগডোগরা: করোনার আতুর ঘর খ্যাত চিনের উহান ফেরত এক ভারতীয় মহিলা...

বাগডোগরা: করোনার আতুর ঘর খ্যাত চিনের উহান ফেরত এক ভারতীয় মহিলা বিমানযাত্রীর বাগডোগরায় অস্বাভাবিক মৃত্যু ঘিরে চঞ্চল্য

spot_img
- Advertisement -

বাগডোগরা: করোনার আতুর ঘর খ্যাত চিনের উহান ফেরত এক ভারতীয় মহিলা বিমানযাত্রীর বাগডোগরায় অস্বাভাবিক মৃত্যু ঘিরে চঞ্চল্য। চিন ফেরত একজনের মৃত্যুর খবর ছড়াতেই বুধবার চাঞ্চল্য ছড়ায় বাগডোগরা বিমানবন্দরে। বিমানবন্দর সূত্রের খবর, মৃতার নাম স্মৃতা প্রধান রাই (৪৫)। দিল্লি- থেকে বাগডোগরা বিমানে আসা ওই মৃত যাত্রীর বাড়ি মিরিক ব্লকের পাহাড়ি গ্রাম শিয়োকে। বিমানবন্দর সুত্রে জানা গেছে ওই মহিলাকে বিমান সংস্থার কর্মীরা বেলা ১টা নাগাদ বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।অপরদিকে স্বাস্থ্য কেন্দ্র সুত্রে জানা গেছে বিমান সংস্থার কর্মীরা স্মৃতাকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পৌঁছে দিয়েই চলে যান। তাঁরা এবিষয়ে কিছু বলতে চাননি। ফলে বিমানের মধ্যে না, বিমান থেকে নামার পর ওই মহিলার মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।পাশাপাশি চিনে সম্প্রতি নতুন করে করোনা দেখা দেওয়ায় তার ফিরে আসা ও তার মৃত্যু নিয়েও বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে বলে সুত্রে জানা গেছে।এদিকে মৃতার স্বামী বিশাল রাই বলেন, ‘স্মৃতা চিনের উহানে কাজ করত। বুধবার সকালে দিল্লিতে এসে আমাকে ফোনে জানায়, বেলা ১১টা ৫০ মিনিট নাগাদ বাগডোগরায় নামবে। সেই মতো আমি বিমানবন্দরে এসে খোঁজ করছিলাম। বেলা একটা নাগাদ বিমানবন্দরের তরফে আমাকে জানানো হয়, স্মৃতাকে বাগডোগরা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। হাসপাতালে এসে জানতে পারি, স্ত্রী মারা গিয়েছে। কীভাবে এমন হল, বুঝতে পারছি না।’অন্যদিকে বাগডোগরা স্বাস্থ্যকেন্দ্রের তরফে জানানো হয়েছে, ওই মহিলাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments