নিজস্ব প্রতিনিধি(অর্পিতা রায়): সাধারণ দর্শক এবং শ্রোতারা বাপ্পি লাহিড়ীকে দেখতে অভ্যস্ত গা ভরা গয়নায়। আবার কখনো বা চোখে কালো চশমা। স্টেজ পারফরম্যান্স হোক কিংবা যে কোন গান , সবসময়ের জন্য গয়না কিন্তু সঙ্গী হত বাপ্পি লাহিড়ীর। যদিও এই সোনা পরা নিয়ে তিনি নিজেই কম রসিকতা করতেন না। ২০১৪ সালের এক হলফনামা অনুযায়ী , তিনি সোনা ব্যবহার করতেন প্রায় দেড় কেজি এবং রূপ ব্যবহার করতেন প্রায় ৪.৬২ কেজি।সোনার মোট পরিমাণ ছিল প্রায় ৩৫ লক্ষ টাকার বেশি এবং রূপোর মূল্য ছিল প্রায় ২ থেকে ২.৫ লক্ষ টাকার বেশি।বাপ্পি লাহিড়ীর গলায় সর্বদা থাকত ৬ থেকে ৭ টি মোটা চেন , হাতে ব্রেসলেট এবং হাতে ঝকঝক করত সোনার আংটি। তিনি নিজের স্ত্রীর থেকেও বেশি সোনা ব্যবহার করতেন। তাঁর স্ত্রীর কাছে ছিল ৯৬৭ গ্রাম সোনা। তবে পরবর্তীকালে সোনা রূপো ছেড়ে বাপ্পি লাহিড়ী ব্যবহার করতে শুরু করেন Luminex uno নামক একটি মূল্যবান ধাতু।সাধারণত বড় বড় গহনা প্রস্তুতকারক সংস্থা এই ধাতু ব্যবহার করে। এই ধাতু তৈরি হয় সোনা রূপো এবং প্ল্যাটিনামের মিশ্রণে। বাপ্পি লাহিড়ী নিজেই একবার একটি সাক্ষাৎকারে এই সোনা পরার রহস্য সম্পর্কে জানিয়ে ছিলেন।বাপি লাহিড়ী সাধারণ দর্শক এবং মানুষের কাছে পরিচিত হয়েছিলেন গোল্ডম্যান হিসেবে। যদিও তিনি নিজেও জানিয়েছিলেন গোল্ড ইজ মাই গড, অর্থাৎ সোনা তাঁর কাছে ভগবানের মতো।