নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে টানা ১৯ ঘণ্টা তল্লাশি চালাল আয়কর দপ্তর। বাড়িতে অভিযান চালিয়ে তোড়া তোড়া টাকা বাজেয়াপ্ত করল আধিকারিকরা। বুধবারেই তাঁর বাড়িতে হানা দিয়ে প্রায় ৭০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে আয়কর দপ্তর। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর সোনাও। এছাড়াও প্রচুর নথিও পাওয়া গিয়েছে।
প্রসঙ্গত, বুধবার সকাল সাতটা নাগাদ বিধায়কের সামশেরগঞ্জের বাড়িতে হানা দেন আয়কর দপ্তরের ২৮ জন আধিকারিক। বিধায়কের বাড়ি, বাড়ির সামনে বিড়ি ফ্যাক্টরি, চা ফ্যাক্টরি, স্কুল, হাসপাতাল সহ মোট আট জায়গায় একসঙ্গে হানা দেয় তাঁরা। অভিযান চলাকালীন কর্মীদের ভেতরে ঢুকতে বা বেরতে দেওয়া হয়নি। বায়রন বিশ্বাসের বাবাকেও জিজ্ঞাসাবাদ করা হয়।