HomeNewsবারাকপুর চক্রের অন্তর্গত উত্তমচন্দ প্রাথমিক বিদ্যালয় এবছর প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপনে ব্রতী হয়েছে।...

বারাকপুর চক্রের অন্তর্গত উত্তমচন্দ প্রাথমিক বিদ্যালয় এবছর প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপনে ব্রতী হয়েছে। ১৯২৬ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের সাত্রাপথ অত্যন্ত সুগম বিশেষত ক্রমবর্ধমান ইংরাজী মাধ্যম বিদ্যালয়গুলির প্রতি প্রবল ছিল না।

spot_img
- Advertisement -

নাগরিক আকর্মনের মাঝেও একটি সরকারী প্রতিষ্ঠান হিসাবে বর্তমান সময়ে তার আসত এবং প্রভাব বজায় রাখা যখন অবিসংবাদিত সুধা, সেই পরিস্থিতিতেও এই বিদ্যালয়টির শতবর্ষব্যাপী অবিচল যাত্রা সত্যই একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। শতবর্ষ উদ্যাপনে এই বিদ্যালয়টির সুনিপুন পরিকল্পনা প্রসার দাবী রাখে যথেষ্ট। ইতিমধ্যেই প্রভাতফেরীর মধ্য দিয়ে বছরের শুরুতেই উদ্যাপন শুরু হয়েছে। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং এবং অভিভাবক বৃন্দের পাশাপাশি এই বিদ্যালয়ের অগনিত প্রাক্তনী ও শুভানুধ্যায়ীগন। পরবর্তীতে বিশ্ব নারী দিবস এবং বসন্ত উৎসব পালন, বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবক-অভিভাবিকাবৃন্দের জন্য বিশেষ স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন এক অন্য মাত্রা দিয়েছে, এই উদ্যোগে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী দেবাশীষ চক্রবর্তী মহাশয়র নেতৃত্বে যোগ্য শিক্ষক-শিক্ষিকাগণ এবং প্রধান পৃষ্ঠপোষক হিসাবে চক্র প্রধানা মহাশয়া ও স্থানীয় প্রশাসনিক নেতৃকা নিরলসভাবে এই বিদ্যালয়ের উন্নতিকল্পে সচেষ্ট আছেন। তাঁরা প্রত্যেকে বিশেষভাবে সম্মানীয় এবং কৃতজ্ঞতার দাবী রাখেন। এর পরবর্তীতেও বছরজুড়ে মহাকাশ পরিদর্শন দিবস, কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা শিবির, ছাত্রছাত্রীদের বিনোদন উদ্দেশ্যেঃ ম্যাজিক শো প্রদর্শন এবং সর্বোপরি বছরশেষে বারাকপুর সুকান্ত সদনে এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান নো রয়েছে এই বিদ্যালয়ের। পরিশেষে ইত্যাদি নানাবিধ পরিকল্পনা এ কথাই বলা যায়, উত্তমচন্দ্র প্রাথমিক বিদ্যালয় সর্বার্থেই অননুকরণীয় এক স্বমহিমায় অনন্য

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments