HomeCountryবালুরঘাট ঃ আগামী পয়লা এপ্রিল তারিখে দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর " পরীক্ষা...

বালুরঘাট ঃ আগামী পয়লা এপ্রিল তারিখে দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর ” পরীক্ষা পে চর্চা ” কর্মসূচি পালন হবে

spot_img
- Advertisement -
https://youtu.be/uIqw40t3eDc

বালুরঘাট ঃ আগামী পয়লা এপ্রিল তারিখে দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর ” পরীক্ষা পে চর্চা ” কর্মসূচি পালন হবে। কর্মসূচিতে দেশের সমস্ত রাজ্যের সিবিএসসি আইসিএসসি বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবেন অনলাইন মাধ্যমে। সেই কর্মসূচির দক্ষিণ দিনাজপুর জেলার নোডাল স্কুল হিসাবে নির্বাচিত হল বালুরঘাটের জহর নবোদয় বিদ্যালয়। আর সেইকর্মসূচি উপলক্ষে আজ মঙ্গলবার জহর নবোদয় বিদ্যালয়ের প্রিন্সিপাল আর কেছা একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করলেন। জহর নবোদয় বিদ্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করলেন। বিদ্যালয়ের প্রিন্সিপাল জানান আগামী পহেলা এপ্রিল এই কর্মসূচি উপলক্ষে আজ আমরা একটি অভ্যন্তরীণ সভার আয়োজন করেছি যাতে এই কর্মসূচীর বেশি পরিমাণ প্রচার ও প্রসার করা যায়। এবং তাতে যাতে বেশী সংখ্যক ছাত্রছাত্রী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন সেই লক্ষ্যেই আজ আমরা এই সভা আয়োজন করব

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments