lবালুরঘাট ঃ আমরা আগে জানতাম বিহারের মুংগের থেকে বে আইনি অস্ত্র আসত পশ্চিমবংগে । বর্তমানে বিহার থেকে পশ্চিমবংগে অস্ত্র নিতে আসছে দুষ্কৃতিরা। গোলা বারুদে ভরা রাজ্যের আইন শৃখ্যলার পরিস্থিতি এখন আর মুখ্যমন্ত্রীর হাতের মধ্যে নেই। পুরোটাই চলে গেছে হোলীগানদের হাতে।রামপুরহাটের বগটুই গ্রামের নারকীয় হত্যাকান্ডের পর মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঘটনার বিভৎসত্যা চাক্ষুষের পর তড়িঘড়ি রাজ্য পুলিশের ডি জি কে রাজ্যের সমস্ত জায়গায় মজুত রাখা বোম ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের নির্দেশ দেওয়ার বিষয়ে মন্তব্য করতে গিয়ে আজ বালুরঘাটে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই কথা বলেন। এর পাশাপাশি বিজেপির সভাপতি রাজ্যে আইন শৃখ্যল্যা রক্ষায় রাজ্য সরকারের ব্যার্থতা নিয়ে শাসক দলের কড়া সমালোচনা করে সুকান্ত বাবু বলেন , শেষ কয়েকদিন রাজ্যে তিন থেকে চারজন মহিলাকে ধর্ষিত হতে দেখেছি আমরা, তাই শুধু হোলীগানদের হাতে নয় ধর্ষকদের হাতেও চলে গেছে, আর রাজ্যের তৃনমুলের নেতারা হাথরস উন্নাও এর কথা বলে সুকান্ত বাবু অভিযোগ করেন।এছাড়াও গোলা বারুদে ভর্তি রাজ্য এখন এক ভয়াবহ পরিস্থতির মধ্যে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এরপাশাপাশি পেট্রপন্যের দাম বৃদ্ধি নিয়ে তৃনমুল দলের কেন্দ্রের বিরুদ্ধে তোলা অভিযোগ নিয়ে বলতে গিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত বাবু রাশিয়া ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের দিকে ইংগিত করে বলেন আপনারা জানেন এর ফলে আন্তর্জাতিক বাজারে কাচা অপরিষোধিত তেলের দাম প্রচুর বেড়েছে। তার সংগে সংগতি রেখে পেট্রোপন্যের দাম বেড়ে থাকে। তিনি এ প্রসংগে বিগত দিনে কেন্দ্রীয় সরকার পেট্রলে ৫ টাকা ও ডিজেলে ১০ টাকা কমিয়েছিল। তার দেখাদেখি দেশের ২০-২২টা রাজ্য ও লিটার পিছু দুই পন্যের দাম কমালেও এই রাজ্য সরকার কমায় নি। তাই আগে তৃনমুল নেতারা এর জবাব দিক তারপর না হয় ওরা জবাব চাইবে তার আগে নয়।এর পাশাপাশি পেট্রোপন্যের দাম বৃদ্ধিকে সমর্থন করে বলেন বাজারের সাথে সংগতি রেখে দাম না বৃদ্ধি করলে তার দায় এসে সেই জনগনের ঘাড়েই এসে পড়ে বলে জানিয়ে পরোক্ষ ভাবে তৃনমুল শাসিত রাজ্য সরকারের সমালোচনা করে বলেন পারলে তৃনমুল সরকার তাদের ভ্যাটের শুল্ক্য ছাড় দিয়ে দাম কমাক।এরপরেই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত বাবু এই দাম বৃদ্ধি প্রসংগে এয়ার ইন্ডিয়ার লসের বিষয়টি উল্লেখ করে বলেন, সংগতি না রেখে কাজ করে এয়ার ইন্ডিয়ার হালত এত খারাপ হয়ে গেছিল।যে তাকে কেনার পর্যন্ত লোক ছিলনা।পরে টাটারা এসে তাকে কেনে।এরপরেই তিনি রাজ্য সরকারের খোলা বাজার থেকে ঋনের প্রসংগটেনে আক্রমন করে বলেন মনে রাখবেন এই রাজ্য সরকার খোলা বাজার থেকে যে ৫ লক্ষ কোটি টাকা ঋন করে রেখেছে তার দায়ও কিন্তু এই বাংলার জনগনকেই মেটাতে হবে। অন্য কেউ শোধ দিতে আসবে না। তাই দাম বৃদ্ধি সংগত বলেই তিনি ইংগিত করেন