বালুরঘাট ঃ দক্ষিণ দিনাজপুর জেলার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের ডাকা ধর্মঘটে মিশ্র প্রভাব দেখা গেল বালুরঘাট শহর তথা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। সকালের দিকে বেশকিছু দোকানপাট খুললেও বেলা বাড়তেই চিত্র টা পাল্টে যায়। বালুরঘাটে বন্ধের পথে নেমে সমর্থকদের জোর করে দোকানপাট বন্ধ করতে দেখা যায়। সকাল থেকে যখন দোকানপাট খোলার চিত্র চোখে পরছিলো ঠিক তেমনই দুপুর গড়াতেই বন্ধ সমর্থকদের পিকেটিং এর জেরে দোকানপাট বন্ধ হতে শুরু করে। পাশাপাশি বালুরঘাট শহরের বেশ কয়েকটি শপিংমল জোর করে বন্ধ করে দেয় বন্ধ সমর্থকরা যার জেরে বালুরঘাট শহরে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। একদিকে যেমন দোকানপাট বন্ধের চিত্র উঠে আসছে ঠিক অপরদিকে জেলাতে সরকারি অফিস গুলো প্রায় নিত্য দিনের মতোই খোলা রয়েছে। উপস্থিতির হারও বেশ ভালোই তার কারণেই বলা যেতে পারে দক্ষিণ দিনাজপুর জেলায় বন্ধের প্রভাব মিশ্র।তবে এখনও পর্যন্ত বন্ধ সমর্থকের আটক করার বিষয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।