বালুরঘাট ঃ দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট শহরের শুক্রবার বালুরঘাটের দুইটি বালিকা বিদ্যালয় কন্যাশ্রী ক্লাবের সদস্যদের নিয়েবালুরঘাট প্রধান ডাকঘর,ও বালুরঘাট মহিলা থানা পরিদর্শন করলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। মূলতকন্যাশ্রী ক্লাবের সদস্যদের থানার প্রতি ভীতি কাটাতে এবং কন্যাশ্রী যদি কোন বিপদে পড়েন তাহলে তারা কিভাবে থানার সাহায্য নিতে পারে সেই উদ্দেশ্যেই থানার পরিদর্শন বলে জানা গেছে। পাশাপাশি এদিন বালুরঘাট মহিলা থানার আধিকারিকরা কন্যাশ্রী ক্লাবের সদস্যদের গুড টাচ, ব্যাড টাচ সম্পর্কে অবগত করে। একদিনেরই পরিদর্শন উপলক্ষেকন্যাশ্রী ক্লাবের সদস্যদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো