HomeKolkataবালুরঘাট ঃ দীর্ঘ দুবছর পর আজ, শনিবার ফের শুরু উচ্চ মাধ্যমিক...

বালুরঘাট ঃ দীর্ঘ দুবছর পর আজ, শনিবার ফের শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা

spot_img
- Advertisement -
https://youtu.be/A5b50Gy0h_8

বালুরঘাট ঃ দীর্ঘ দুবছর পর আজ, শনিবার ফের শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা।২০২০ সালে করোনা আবহে কয়েকটি পরীক্ষা হওয়ার পর তা স্থগিত হয়ে যায়। আর ২০২১ এও একই কারনে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরে মাধ্যমিক ও একাদশ শ্রেনীর ফলাফলের ভিত্তিতে ফল প্রকাশ করেছিলউচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার কোভীড পরিস্থিতি কমার লক্ষন শুরু হতেই প্রথমে মাধ্যমিক তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থ্যা শুরু করে নিজ নিজ দপ্তরের শিক্ষা সংসদ। তবে এবার আর পরীক্ষার্থীদের দুরের স্কুলে পরীক্ষায় বসতে হচ্ছে না। নিজ নিজ স্কুলেই তাদের নিজেদের পরীক্ষা কেন্দ্র হওয়ায় সেখানেই তারা এবার পরীক্ষা দিতে বসেছে। স্বাভাবিক ভাবে দীর্ঘদিন পর পরীক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে বসে পরীক্ষা দিতে পারায় খুশি পরীক্ষার্থীরা।এদিকে রাজ্যের পাশাপাশি এই জেলাতেও পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি বলে সুত্রে জানা গেছে। এদিকে নিজ নিজ বিদ্যালয়ে৷ পরীক্ষার্থীরা নিজেদের পরীক্ষা দিতে পারছে বলে তাদের মানসিক চাপ অনেকটাই কম বলে জানালেও। তাই বলে স্কুল কর্তিপক্ষ তাদের বাড়তি কোন সুবিধে মোটেই দিতে নারাজ।স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য পরীক্ষার্থীরা যদি ভেবে থাকে তারা কিছু সুবিধে পাবে তা ভুল। এর পাশাপাশি সেদিকে লক্ষ রেখেই এর আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গন টোকাটুকি হলেই সেই স্কুলের বিরুদ্ধে কড়া ব্যবস্থ্যা নেবে বলে আগাম কড়া সতর্ক বার্তা দিয়ে রেখেছে। সুতরাং স্কুল কর্তিপক্ষ ও নিশ্চই সে দিকে খেয়াল রেখে চলবে বলে মনে করছে অভিভাবক মহল থেকে পরীক্ষার নিয়ামক আধিকারিকগন।পুলিশের পক্ষ থেকেও কড়া ব্যবস্থ্যা গ্রহন করা হয়েছে পরীক্ষা কেন্দ্র গুলিতে। পাশাপাশি পরীক্ষা চলাকালী৷ জেরক্স এর দোকান গুলি বন্ধ রাখার নির্দেশ জারি করেছে প্রশাসন

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments