বালুরঘাট ঃ ফুল মিষ্টি নিয়ে কেউ যেন তাকে সম্বর্ধনা দিতে না আসেন । একান্তই যদি সম্বর্ধনা দিতে হয় তবে এলাকার দুস্থ্য শিশুদের মধ্যে তাদের পড়াশোনার জন্য পেন ও খাতা তুলে দিন। বালুরঘাট পুরসভার নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান পদে বসার পর আজ প্রদীপ্তা চক্রবর্তী তার নিজের ২২ নম্বর ওয়ার্ডে গেলে পরে তাকে এলাকাবাসি ফুল মিষ্টির প্যাকেট দিয়ে সম্বর্ধনা জানাতে আসলে তাদেরকে উপরের বাক্যগুলি বলেই তাকে সম্বর্ধনা দিতে নিষেধ করেন তিনি। পাশাপাশি তিনি আজ তার ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি এলাকার বাসিন্দাদের কাছ থেকে পুর স্বচ্ছন্দের সমস্যা ও অভাব অভিযোগের কথা জেনে নেন।অপরদিকে এলাকার তৃনমুল কর্মীরা নেত্রীর কথা মত এলাকার বেশ কিছু শিশুদের মধ্যে খাতা পেন তুলে দেয়। সেই সময় ভাইসচেয়ারম্যান প্রদীপ্তাদেবীও উপস্থিত থেকে ওই সব শিশুদের পড়াশোনার ব্যাপারে খোজ খবর নেন।যদিও এপ্রসংগে ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান নিজের ওয়ার্ডের পাশাপাশি বালুরঘাটের সব ওয়ার্ডে জরুরি ভিত্তিতে রাস্তা সারাই, নিকাশি ব্যবস্থ্যা, জঞ্জাল সাফাই ও পথবাতি এই বেসিক ৪ টি কাজকে অগ্রাধিকার দিয়ে বালুরঘাটের কাজ শুরু করা। পাশাপাশি শহরের বিভিন্ন সেক্টরের মানুষজনদের সাথে বসে শহরের উন্নয়নের জন্য তাদের মতামতকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে সেভাবে উন্নয়ন করাই আমাদের লক্ষ