বালুরঘাট, ঃ স্কুলের হোস্টেল থেকে নিখোঁজ পঞ্চম শ্রেণির এক নাবালিকা। তার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট শহরের রমেশ চন্দ্র দত্ত বালিকা বিদ্যালয়ে। নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি ঐ নাবালিকা ছাত্রীর। জানা গিয়েছে, নিখোঁজ ওই ছাত্রীর নাম সাবিনা মুর্মু (১১)। বাবার নাম নন্দলাল মুর্মু। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রামপঞ্চায়েতের পূর্ব লোহচর এলাকায়। পরিবারের আর্থিক কারণে বাড়ি থেকে পড়াশোনা চালিয়ে যাওয়া মুশকিল হচ্ছিল। যার ফলে হরিরামপুর থেকে বালুরঘাটের আরসিডি গার্লস স্কুলে ভর্তি করা হয়। সেই স্কুলের হোস্টেলেই রাখা হয়। এদিকে গত ৫ মার্চ হোস্টেলে আসে। এরপর গতকাল শুক্রবার সকালেই স্কুল থেকে বেড়িয়ে পড়েছে। এদিকে স্কুলের তরফে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও বেপাত্তা ওই নাবালিকা। পরিবার জানিয়েছে, ওই মেয়ের বাড়ি থেকে মাঝে মধ্যেই বেরিয়ে যেত। এবার হোস্টেল থেকেও একইভাবে বেরিয়ে পড়েছে। পুলিস জানিয়েছে, বালুরঘাট সহ বিভিন্ন এলাকায় ওই ছাত্রীর খোঁজ চলছে। স্কুলের তরফে মাইকিংও করা হচ্ছে