যদিও তারা সম্পাদকের বিরুদ্ধে অনাস্থা জানালেও পাশাপাশি তারা কমিটির সভাপতি আলাউদ্দিন মন্ডলের উপর আস্থা রেখে চলতে আগ্রহী বলে জেলা শাসকের নিকট এক আবেদনে জানিয়েছেন।আজ সন্ধ্যায় বালুরঘাটে একটি হোটেলের সভাগৃহে এক সাংবাদিক বৈঠক ডেকে জানিয়েছেন ওই ১১ জন পদত্যাগি কমিটির সদস্যরা। তাদের সংগে উপস্থিত ছিলেন কমিটির প্রেসিডেন্ট ( সভাপতি) আলাউদ্দিন মন্ডল নিজেও।সাংবাদিক বৈঠকে হিলি এক্সপোর্টাস এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আসোশিয়েশনের প্রেসিডেন্ট আলাউদ্দিন মন্ডল জানান মুলত সমস্যা দেখা দিয়েছিল সম্পাদক মহাশয়ের কাজকর্ম পরিচালনা নিয়ে। সম্পাদক তার দুই নিজের লোক ছাড়া আর কারো কথা শোনেন না।তার এই একনায়কতন্ত্রের মত চলাফেরা কমিটির অনেকেই মেনে নিতে পারছিলেন না। এমনকি তারও অভিজ্ঞতা এক। প্রেসিডেন্টের আরো অভিযোগ কয়েক দিন আগে এই ১১ জন আমাকে বিষয়টি জানিয়ে অভিযোগ জানায়। আমি তাদের বিষয়টি ভেবে দেখার জন্য দুদিন সময় দিয়ে ছিলাম। আজ তাদের সাথে আবার বসলে তারা একমত হয়ে একসাথে কমিটির সম্পাদকের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে পদত্যাগ করেন। এই মর্মে তারা তাদের সিদফহান্ত গনস্বাক্ষর করে লিখিত ভাবে জেলা প্রসাসনের কাছে পাঠিয়ে দিয়েছে। তাই হিলির ওই কমিটির কোন ক্ষমতা রইল না। যার ফলে কাজকর্ম যাতে শৃখলাভাবে চলে সে জন্য তারা আপাতত এডহক কমিটি তৈরি করেছি। সেই কমিটি আপাতত কাজকর্ম পরিচালনা করবে। তবে তারা আগামী ১৭ মার্চ সাধারন সভা ডেকেছি। সেদিন পর্যন্ত এই কমিটি কাজ দেখা শোনা চালাবে। যদিও তাদের দাবি মুলত তাদের কমিটির কাজকর্ম পরিচালনার সুষ্ঠভাবে চলার ব্যাপারে সমস্যা দেখা দেওয়া নিয়ে ঝামেলা। এর সাথে পন্য পরিবহনের ওভার লোডিং সক্রান্ত কোন বিষয় জড়িত নয়। এদিকে কমিটি সম্পাদকের সাথে যোগাযোগ করার চেষ্টা চালালেও তার কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।