HomeKolkataবালুরঘাট: এক কৃষকদের ফসল ফলানোর অধিকার রক্ষার স্বাধীনতার লড়াই

বালুরঘাট: এক কৃষকদের ফসল ফলানোর অধিকার রক্ষার স্বাধীনতার লড়াই

spot_img
- Advertisement -
https://youtu.be/QmOTgJ3qSjE

বালুরঘাট: এক কৃষকদের ফসল ফলানোর অধিকার রক্ষার স্বাধীনতার লড়াই। দেশ তখন স্বাধীন হবার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে পুরো পুরি করেংগা ইয়া মরেংগা মুখীতে উত্তাল। তার মধ্যেই অবিভক্ত ভারতের এই দিনাজপুর জেলার বালুরঘাট থানার অধীন খাপুরে ঘটে গেল জমিতে বোনা ধানের ফসলের তিন ভাগ নিয়ে কৃষি বিপ্লব। কৃষকদের দাবি ছিল গায়ের ঘাম পায়ে ফেলে বোনা ধানের উৎপাদিত ফসলের তিন ভাগ তাদের প্রাপ্য আর একভাগ জমিদারের।কিন্তু জমিদারও কি ছেড়ে দেবার পাত্র। চলল অধিকারের লড়াই। সেই তেভাগা আন্দোলনে স্বাভাবিক ভাবেই বৃটিশের পুলিশ জমিদারদের স্বার্থ রক্ষার্থে এগিয়ে এলো খাপুরের কৃষকদের আন্দোলন ভাংগতে। ১৯৪৭ সালের ২৩ ফেব্রুয়ারী ব্রিটিশ পুলিশ সেই আন্দোলন ভাংগতে চালালো নির্বিচারে গুলি। সেই গুলির সামনে ঝাঝরা হয়ে গেছিল তাজা ২২ টি প্রান। আর সেখান থেকেই তেভাগা আন্দোলোনের সাথে জড়িয়ে গেল অধুনা দক্ষিন দিনাজপুর জেলার খাপুরের নাম।কৃষকদের তেভাগা অধিকার রক্ষার লড়াইয়ে বৃটিশ পুলিশের সামনে বুক চেতিয়ে প্রথম যিনি দাঁড়িয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ে শহিদ হয়েছিলেন তিনি হলেন খাপুরের যোশদারানী সরকার। পরাধীন ভারতে এই তেভাগা আন্দোলন এক স্ম্রনীয় অধ্যায়। কিন্তু এই স্মরনীয় অধ্যায়কে সারা বছরে শুধু ওই একটি দিনই স্মরন করে থাকে এলাকাবাসি থেকে কিছু রাজনৈতিক দল।ব্যাস ওইটুকুতেই দায় সারে সবাই। কিন্তু যেকৃষক পরিবারের প্রথম শহিদ হয়েছিলেন তার পরিবারের লোকজন আজও গ্রামে রয়েগেলে তাদের হাল হকিকত জানতে খোজ নেয় না কেউ। শুধু মাত্র শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত শহিদ বেদিতে মাল্যদান আর বক্তৃতা দিয়েই দায় সেরে সবাই ফিরে যায়। খোজ নেয়না অভাব অনটনের মধ্যে অসহায় ভাবে দিন কাটানো যশোদারানীর হতভাগ্য পরিবারের। রাজনৈতিক নেতারা যেমন দেখেও দেখেনা তেমনি যাদের দেখার কথা ছিল সেই রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার ও চোখ বন্ধ করে থাকায় আজ চরম দারিদ্রতার মধ্যে দিন কাটছে দিনাজপুরের তেভাগা আন্দোলনের জননী যশোদারানী সরকারের পরিবারের।স্থানিও বাসিন্দারা চান সরকার এদের সহয়তা প্রদান করে পরিবারটিকে বাচিয়ে রাখার প্রয়াস করুক। তাহলে অন্তত তেভাগা আন্দোলনেরইতিহাসের জননীর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো হবে আসল শ্রদ্ধা প্রদর্শন

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments