বালুরঘাট ঃ এসি ফেটে আগুন বালুরঘাট পুরসভার দ্বিতলের একটি কার্যালয়ে। এদিন অফিস খোলার কিছু পরেই এই ঘটনা ঘটে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নিজের ঘর থেকে বেরিয়ে আসে চেয়ারম্যান অশোক মিত্র সহ অনান্য পুর কর্মচারীরা। পুরসভা সূত্রে খবর, জন্ম মৃত্যু শংসাপত্র প্রদান সংক্রান্ত কার্যালয় সেটি। চেয়ারম্যান অশোক মিত্র বলেন, তাদের প্রাথমিক অনুমান এটি শর্টসার্কিট থেকে ঘটেছে। ঘরে প্রচুর রেকর্ড রয়েছে। সেগুলির অবস্থা পরে বোঝা যাবে।