বালুরঘাট ডিজেলের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির জন্য লোকসানের সম্মুখিন হয়ে আচমকা বন্ধ হয়ে গেল বালুরঘাট শহর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী বেসরকারি বাস। চরম হয়রানীর মধ্যে যাত্রী সাধারন। যদিও বাস মালিক এসোসিয়েশন বাস বন্ধ রাখার ব্যাপারে তাদের জানা নেই বলে দাবি জানিয়ে বলেছেন প্রত্যেকটি বাস চলাচলে লোকসান হওয়ায় কর্মীরা তাদের প্রাপ্য মজুরি না পাওয়ায় তারা কাজে না আসায় হয়তো কর্মীর অভাবে বাস চলছে না। বিষয়টি তাদের জানা নেই। যদিও নিত্য দিন অস্বাভাবিক ভাবে ডিজেলের দাম বৃদ্ধির ফলে তাদের লোকসানের সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়ে সরকারি তরফে বাস ভাড়া অবিলম্বে বৃদ্ধির দাবি জানাতে তারা ভোলেন নি। এদিকে অভিযোগ উঠেছে প্রতিদিন ডিজেলের দাম বৃদ্ধির ফলে বেশ কিছু বেসরকারি পরিবহনে ডিজেলের বদলে কেরসিন দিয়ে চালানো হয়ে আসছে। যার ফলে বিষাক্ত ধোয়ায় গাড়িতে চড়া যাত্রী থেকে এলাকায় পরিবেশ দুষিত হয়ে পড়ছে বলে খবর পেয়ে আজ সকালে আচমকা মটর ভেহীক্যাল দফতরের আধিকারিকরা বালুরঘাট বেসরকারির পরিবহন স্ট্যান্ডে হানা দেয়। আরো জানা গেছে মটর ভেহিক্যালের ইনেসপেক্টররা হাতে নাতে দুটি গাড়িতে ডিজেলের পরিবর্তে কেরসিন তেল পেয়ে ওই বাস মালিকদের শোকজ করে। এরপরেই আচমকা বালুরঘাট বেসরকারি বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। বেশ কিছু বাস দাঁড়িয়ে থাকলেও সেই বাসে কোন কর্মীদের দেখা মে লে নি। আরো জানা গেছে এরপরেই বাস মালিকরা বৈঠকে বসে মোটর ভেহিক্যাল দফতরের শোকজ উঠিয়ে না নেওয়া অবদ্ধি গাড়ি চলবে না বলে অলিখিত ভাবে জানিয়ে দেওয়া হয়।যদিও বাস মালিক এসোসিয়েশনের পক্ষ থেকে সে অভিযোগ অস্বিকার করে জানানো হয়েছে তারা কোন বৈঠক করেন নি। বিষয়টি তাদের জানাও নেই। বাস মালিকরা কর্মীদের নায্য প্রাপ্য মজুরি দিতে না পারায় কর্মীরা হয়তো কাজে আসেনি বলে জানান বাস মালিক সংগঠনের সম্পাদক মানস চৌধুরী।এসব জানানোর পর তার দাবি ডিজেলের দামের দিকে সংগতি রেখে সরকার ভাড়া না বাড়ালে তাদের পক্ষে বাস চালানো খুব অসম্ভব। তারা এসব নিয়ে উত্তরবংগ এসোসিয়েশনের আগামীকাল শিলিগুড়ির বৈঠকের দিকে নজর রাখছেন বলে জানাতে অবশ্য ভোলেন নি।