বালুরঘাট, দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাটে শুরু হল সবলা এবং সৃষ্টিশ্রী মেলা।এদিন প্রদিপ প্রজ্জোলনের মাধ্যমে অনুস্টানের করে শুভসূচনা করেন রাজ্য সরকারের কৃষি বিপনন মন্ত্রী বিপ্লব মিত্র, উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েষা রানী,পুলিশ সুপার রাহুল দে, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় ছাড়াও অনেকে।আগামী ২৭ মার্চ পর্যন্ত এই মেলা চলবে।মেলায় ৪০ টি স্টল বসেছে স্বনির্ভর গোষ্টি সহ বিভিন্ন ধরনের।এছাড়া মেলাতে সরকারের উন্নয়ন মূলক আনন্দধারা,মুক্তিধার,কর্মতির্থ,সবুজ সাথীর বিভিন্ন প্রকল্প তুলে ধরা হবে।প্রত্যাহ সন্ধায় থাকবে স্থানীয় ও বহিরাগত শিল্পিদের নিয়ে সাংস্কৃতি অনুস্টান। এদিন অনুষ্টানের উদ্বোধনের পরে জেলা প্রশাসনের তরফে একটি ওয়েব সাইট চালু করে দেওয়া হয়। সেই ওয়েব সাইটে কুশমন্ডির মহিষ বাথানের বিখ্যাত হস্ত শিল্পের নানা কাজ অনলাইনে বাড়ি বসে ক্রয় করতে পারবে বলে জানা গেছে।কৃষি বিপনন মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, দুই বছর ধরে সবলা মেলা বন্ধ ছিল। এবারে তা চালু হলো। শিল্পীরা চড়ম সমস্যার মধ্যে ছিল। পাশাপাশি ডিজিটালে মহিশ বাথানের হস্ত শিল্পীদের হাতে কাজ যাতে বাড়ি বসে ওয়েব সাইটে ক্রয় করতে পারে তার ব্যবস্থা