বালুরঘাট: মানুষ ভাবে এক হয় আরেক। শীতকাল দীর্ঘায়িত হওয়া ও আলুর ক্ষেতে রোগবালাই কম থাকায়ও প্রাকৃতিক দুর্যোগ তেমন না হওয়ায় এবার আলুর বাম্পার ফলন হয়েছিল। ভেবেছিল এবার আলু বিক্রি করে দুটো পয়সার মুখ দেখবে। সেদিকে লক্ষ রেখেই গতকাল সকাল থেকে সন্ধ্যে অবদ্ধি তা বাজার জাত করার জন্য বস্তাবন্দি করে তা চাষের জমিতেই রেখে এসেছিল তারা।কিন্তু কৃষক ভাবে এক হয় আরেক। লাভের মুখ দেখা তো দুরের কথা এমনকি বিকল্প চাষের কলা গাছ গুলি পর্যন্ত হারাতে হলো দুর্বত্যায়নদের দৌরাত্বে।সব হারিয়ে আলু চাষিদের এখন পথে বসার জোগাড়।দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের মাহিনগর এলাকায় রাতের অন্ধকারে 5 কৃষকের আলু নষ্ট করে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য,পাশাপাশি কলার বাগান নষ্ট করার সঙ্গে সঙ্গে একটি ভ্যানও চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। জানাজায় গতকাল রাতে মাহিনগর এলাকায় 5 কৃষকের জমিতে রাখা আলু পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। পাশাপাশি আলু জমিতে ছিটিয়ে নষ্ট করেছে তারা, বলে অভিযোগ এছাড়াও ওই জমির পাশে থাকা একটি কলাবাগান নষ্ট করে দুষ্কৃতীরা এবং একটি ভ্যান চুরি করে নিয়ে যায়। আজ সকালে এই দৃশ্য চোখে পড়াতেই কৃষকদের মাথায় হাত পড়েছে। প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এই ঘটনায় শক্তির বলে জানা গেছে। আজ এই ঘটনা জানাজানি হতেই কৃষকেরা বালুরঘাট থানায় এসে অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ