HomePoliticsবালুরঘাট:- রাজ্য সরকার অনুমোদিত প্রতিটি বিদ্যালয়ের পোশাক নীল সাদা

বালুরঘাট:- রাজ্য সরকার অনুমোদিত প্রতিটি বিদ্যালয়ের পোশাক নীল সাদা

spot_img
- Advertisement -
https://youtu.be/a-IVxz4HC80

বালুরঘাট ঃ *রাজ্য সরকার অনুমোদিত প্রতিটি বিদ্যালয়ের পোশাক নীল সাদা। একনায়কতন্ত্র সিদ্ধান্ত জেলাশাসককে চিঠি বালুরঘাট টাউন বিজেপির।*রাজ্যের সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলোর পোশাকের রঙ নির্দিষ্ট করে দিল শিক্ষা দফতর। নির্দেশিকা জারি করে জানান হল যে, এবার থেকে স্কুলগুলোর পোশাকের রঙ হবে নেভি ব্লু ও সাদা। একই সঙ্গে প্রতিটি পোশাকে থাকবে ‘বিশ্ব বাংলা’র লোগো। সরকারের এই নির্দেশিকার বিরোধিতায় সরব বালুরঘাট টাউন বিজেপি। ‘পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন’-এর আওতায় শিক্ষা দফতরের তরফে সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলোতে পোশাক, ব্যাগ, জুতো দেওয়া হয়। এবার শিক্ষা দফতরের তরফে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে, সমস্ত সরকারি স্কুলগুলোতে একই রঙের পোশাক হবে। সেই পোশাকের রঙ হবে নেভি ব্লু ও সাদা। ছেলেদের জন্য প্রি-প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পোশাক হবে সাদা শার্ট এবং নেভি ব্লু প্যান্ট। মেয়েদের জন্য পোশাক হবে সাদা শার্ট ও নেভি ব্লু টিউনিক ফ্রক। এছাড়া সাদা বা নেভি ব্লু কামিজ। সালয়ার হলে সেটাও নেভি ব্লু বা সাদা রঙের হবে।স্কুলের পোশাকের পকেটে ‘বিশ্ব বাংলা’র লোগো রাখারও নির্দেশিকা জারি হয়েছে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই নির্দেশিকার বিরোধিতা করেছে বালুরঘাট টাউন বিজেপি। বিজেপির বালুরঘাট টাউন মন্ডল সভাপতি সুমন বর্মন বলেন তৃণমূল সরকার রাজ্যটাকে খিচুড়ি বানাতে চাইছে ওদের দলের রং নীল সাদা বলে রাজ্যটাও নীল সাদা হবে। রাজ্যের প্রতিটি বিদ্যালয়ের পোশাক নীল সাদা হবে এটা আমরা কখনই মেনে নেব না। সুমন বর্মন বলেন রাজ্যের প্রতিটি বিদ্যালয়ের একটি নিজস্ব সংস্কৃতি এবং গরিমা আছে প্রতিটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য নিজস্ব পোশাক আছে যার ফলে সহজেই সেই পোশাক দেখে ছাত্র-ছাত্রীদের চিহ্নিত করা যায় যে তারা কোন বিদ্যালয়ের। এই পোশাক শতকের পর শতক বিদ্যালয়গুলিকে আলোকিত করেছে। সুমন বাবু আরো অভিযোগ করে বলেন ইতিহাসের পাতায় মহম্মদ বিন তুঘলক এর মত রাজ্য সরকার এই একনায়কতন্ত্র সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে বিদ্যালয়গুলির নিজস্ব সংস্কৃতি,গরিমা এবং ঐতিহ্যকে ধ্বংস করবে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments