পোলবা দাঁদপুর বিডিও অফিসের প্রধান আধিকারিকের নিকট কৃষকদের ক্ষতিপুরনের ৭দফা দাবি নিয়ে বিজেপি মন্ডল নেতৃত্বরা পোলবার আলিনগর মোর থেকে একটি মিছিল করে বিডিও অফিসের সামনে ধর্ণায় বসেন দুপুর ১২টা নাগাত প্রায় ১ঘন্টা চলে ধর্ণা বিজেপির। এদিন এই কর্মসূচীতে উপস্থিত হয়েছিলেন রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র জেলা বিজেপির সাধারন সম্পাদক তুষার মজুমদার হুগলি জেলা বিজেপির যুব সভাপতি সুরেশ সাউ সহ মন্ডলের নেতৃত্বরা। ধর্না চলা কালিন বিজেপির এক প্রতিনিধী দল বিডিও আধিকারিকের সাথে সাক্ষাত করেন এবং তার হাতে স্মারকলিপি তুলে দেন।