নিজস্ব প্রতিনিধি( শর্মিষ্ঠা)প্রত্যাশা ছিলই। নিরঙ্কুশ সংখ্য়াগরিষ্ঠ জয় পেতে চলেছে তৃণমূল, গণনা শুরু হওয়ার প্রথম দু’ঘণ্টার মধ্যেই তার আভাস মিলেছিল। তেমনটাই হল। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “এবার ভোট হয়েছে উৎসবের মেজাজে, আর এই ফলাফল গণ উৎসবে গণতন্ত্রের জয়।”
তৃণমূল কর্মী-সমর্থকদের তুমুল উচ্ছ্বাসের এদিন মধ্যেই কালীঘাটের বাড়ির বাইরে পা রাখেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মানুষের এই রায়ে মাথা নত করে কাজ করে যাবে তৃণমূল কংগ্রেস, জানান তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি।মুখে আলতো হাসি নিয়েই উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও বলেন, ‘গণ উৎসবে গণতন্ত্রের জয়। মানুষ শান্তিতে ভোট দিয়েছেন। সকলের জন্যে আরও বেশি করে কাজ করার সুযোগ পেলাম। আমি সকল মা মাটি মানুষদের, আমার ভাই বোনদের অভিনন্দন জানাই, এই নির্বাচন হয়েছে উৎসবের মত করে। গণতন্ত্রের জয়। এই সুযোগে বিজেপিকে আক্রমণ করতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী। জয়ের আঁচ পেয়েই বিরোধী দলকে কটাক্ষের ছলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘বিজেপি ভোকাট্টা, বামেরা নো পাত্তা, কংগ্রেস স্যান্ডউইচ!’