বিধানসভায় বিজেপি কর্মীদের অপর আক্রমনের প্রতিবাদে বিক্ষোভ।।রাজ্যের প্রায় সব জায়গায় আজ থানার সামনে বিজেপির অবস্থান বিক্ষোেপ।।তেমনি একটি ছবি ফুটে ওঠে হুগলীএর শেওরাফুলী তে বিকেল 4 টা নাগাদ শেওরাফুলী ফাঁড়ির সামনে বিক্ষোপে সামিল হন বৈদ্যবাটী শেওরাফুলি বিজেপি কর্মীরা ।। বিজেপির কর্মীদের দাবি বিধানসভায় তার কর্মীদের ওপর আক্রমণ এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের কর্মী দের হেনস্তা