নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার)দারুন এক রাজনৈতিক সমস্যার মুখোমুখি পাকিস্তান। ইতিমধ্যেই দেখা যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার গদি বাঁচানোর জন্য যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। ইতিমধ্যেই পুনরায় অনাস্থা প্রস্তাব আনা হয়েছে ইমরান খানের বিরুদ্ধে।বর্তমানে টালমাটাল পরিস্থিতি পাকিস্তান রাজনীতির, তবে ঠিক এই সময়ে দাঁড়িয়েই পাকিস্তানের সেনাপ্রধান জাভেদ বাজওয়া শনিবার বলেন, আমি মনে করি পাকিস্তানের সাথে ভারতের যে বিরোধ সেটা আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত।এখানেই শেষ নয় তিনি আরো বলেছেন, ইসলামাবাদ কাশ্মীর থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে ভারতের সাথে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা উচিত। ভারত যদি কূটনৈতিক আলোচনার দিকে এগিয়ে আসতে রাজি হয়, তাহলে পাকিস্তান ও একই পথের পথিক হতে রাজি।এদিকে আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পাকিস্তানের পররাষ্ট্র নীতি থাকবে। এই পররাষ্ট্র নীতি হবে স্বাধীন ও স্বতন্ত্র, মনে রাখতে হবে এই পররাষ্ট্র নীতি থাকা মানেই কারো শত্রু হয়ে ওঠা নয়। আমাদের এই নীতির উদ্দেশ্য কিন্তু আমেরিকা-বিরোধী ভারতবিরোধী কিংবা ইউরোপ বিরোধী নয়।তবে পাক সেনাপ্রধান জাভেদ বাজওয়া শনিবার আরও বলেন, গত ৯ মার্চে যে ভারতীয় একটি মিসাইল পাকিস্তানের বুকে আছড়ে পরেছিল সেই বিষয় নিয়ে। তিনি বলেন, আমি মনে করি ভারত পাকিস্তান সহ সারা বিশ্বকে এই আশ্বাস ও প্রমাণ দেবে যে, তাদের অস্ত্র সম্পূর্ণ সুরক্ষিত।