বিভিন্ন দাবিকে সামনে রেখে শ্রীরামপুর থানায় বিক্ষোভ দেখালেন শ্রীরামপুর শহর বিজেপির সদস্যরা। বিক্ষোপে উপস্থিত ছিলেন ছিলেন পূর্সুরার বিধায়ক বিমান ঘোষ ।। এই বিক্ষোভএর মূল দাবি ছিল রামপুরহাট কান্ডে যে সমস্ত দোষী ব্যক্তি রয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা। পাশাপাশি গতকাল বিধানসভায় যে কান্ড হয়েছে সেই ঘটনার নিন্দা করে তার তীব্র প্রতিকার জানানো ।।এবং বিধায়ক বিমান ঘোষ জানান এই ঘটনার বিচার যত ক্ষন না পাওয়া যায় তত ক্ষন তারা এই বিক্ষোপ চালিয়ে যাবেন