HomeUncategorized‘বিরাট’ বিতর্কের কারনেই কি অনুষ্কা শর্মা ঝুলন গোস্বামীর বায়োপিক থেকে সরে গেলেন

‘বিরাট’ বিতর্কের কারনেই কি অনুষ্কা শর্মা ঝুলন গোস্বামীর বায়োপিক থেকে সরে গেলেন

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): কথা ছিল, ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবনীচিত্র ‘চাকদা এক্সপ্রেস’-এ তাঁর ভূমিকায় অভিনয় করবে অনুষ্কা শর্মা। ২০১৮-র পর এই ছবির মাধ্যমেই ফের বড় পর্দায় ফেরার কথা বিরাট-পত্নীর। মুম্বইয়ের একটি ট্যাবলয়েড দাবি করেছে, ঝুলনের ভূমিকায় দেখা যাবে না অনুষ্কাকে।
সূত্রের খবর, ‘চাকদা এক্সপ্রেস’-এ ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করবেন তৃপ্তি দিমরি (Tripti Dimri), যিনি এর আগে অনুষ্কা প্রযোজিত সিনেমা ‘বুলবুল’-এ অভিনয় করেছেন। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী। তবে অভিনয়ের সুযোগ ছাড়লেও ‘চাকদা এক্সপ্রেস’ এর প্রযোজনা করছেন অনুষ্কা শর্মা নিজেই। যৌথভাবে সোনি পিকচার্স ইন্ডিয়ার সঙ্গে।
অনুষ্কার স্বামী বিরাট কোহলি টি ২০ ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে যান, এর পর এক দিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি বিরাট জানিয়েছেন, টেস্ট দল নির্বাচনের ৯০ মিনিট আগে তাঁকে ফোন করেন নির্বাচকরা। ফোন ছাড়ার আগে পাঁচ নির্বাচক তাঁকে জানান তিনি আর এক দিনের দলের অধিনায়কও থাকছেন না।অন্য দিকে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি ব্যক্তিগত ভাবে কোহলিকে অনুরোধ করেছিলেন টি ২০ দলের অধিনায়কত্ব না ছাড়তে। সৌরভের সেই দাবি নাকচ করে বুধবার সাংবাদিক বৈঠকে বিরাট বলেন, “আমি যখন বোর্ডকে জানিয়েছিলাম টি ২০ ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ব, এক কথায় মেনে নিয়েছিল তাঁরা।”
বিসিসিআইয়ের সঙ্গে কোহলির এই চাপা দ্বন্দ্বের কারণেই কি অনুষ্কাকে সরতে হল ছবি থেকে ? বর্তমান পরিস্থিতিতে বিরাট-পত্নীর ছবি থেকে বাদ পড়ায় এই প্রশ্নই যেন প্রকট হচ্ছে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments