বালুরঘাট ঃ আজ (27/03/2022) বিশ্ব নাট্যদিবস। সেই উপলক্ষে বিশ্বের নানা প্রান্তে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সংস্কৃতির পীঠস্থান পশ্চিমবঙ্গে নাটকের শহর নামে পরিচিত আত্রেয়ী নদীর ধারের ছোট্ট সুন্দর শহর বালুরঘাট। আর বিশ্ব নাট্যদিবসকে ঘিরে নাটকের শহরের বাড়তি উন্মাদনা থাকবে না তা ই কি কখন ও হয়। বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বালুরঘাট শহরের বিভিন্ন নাট্য দলগুলি আজ সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই অনুষ্ঠানে গুলির মধ্যে সবথেকে বেশি নজর কাড়া অনুষ্ঠান হল বালুরঘাট নাট্যকর্মী আয়োজিত মুখোশ তৈরি ও মেকআপের কর্মশালা । নাটকের প্রধান যে দুটি জিনিস প্রয়োজন তা হলো প্রপস ও মেকআপ। আর প্রপসের এর মধ্যে অন্যতম হলো মুখোশ। তাই বালুরঘাটের নব প্রজন্মের নাট্যকর্মীদের প্রপস তৈরি শেখানোর উদ্দেশ্যে নাট্যদল বালুরঘাট নাট্যকর্মী এই কর্মশালার আয়োজন করে। পাশাপাশি নাট্যদল বালুরঘাট নাট্যকর্মী এই নব প্রজন্মের এই শিল্পীদের মেকআপ করার সম্মোক ধারণা প্রদান করে।বালুরঘাটের নবপ্রজন্মের নাট্য শিল্পীদের নাটকের মুখ্য বিষয় হাতে কলমে শেখানোর বিষয়ে বালুরঘাট নাট্যকর্মী সংস্থ্যার এই উদ্যোগ সাধুবাদ জানিয়েছে বালুরঘাটের নাট্যনুরাগীরা