“সামাজিক ও সচেতনাকে পাথেয় করে বং সিনেমেটিক এর এবারের প্রয়াস “বেঙ্গল ট্যালেন্ট এওর্য়াড ২০২৩” সমাজের পিরিচিতি মানুষের থেকে সরে গিয়ে এবার এর প্রয়াস অন্তরালে থাকা মানুষদের সমাজের সামনে এগিয়ে নিয়ে আশা,
সংগঠন এর কর্ণধার বিশ্বরূপ সিনহা বলে আসছেন আমরা প্রতিষ্ঠিত ব্যাক্তি দের থেকে, নবাগত অন্তরালে থাকা মানুষদের নিয়ে কাজ করতে চাইছি। তারই একটি নব প্রয়াস শুরু হল ” Bengal Talent Award 2023 এর মাধ্যম দিয়ে যেখানে সমাজের পিছিয়ে থাকা মানুষদের সংবর্ধনা তুলে দেওয়া হলো।
বং সিনেমেটিক এর মাতৃরুপেন শারদ সম্মান ২০২৩
এর সুচনা হয় পোষ্টার উদ্বধন