HomeNewsবেঙ্গল ট্যালেন্ট সার্চ পরীক্ষা অনুষ্ঠিত হলো রাজ্যের ৪২টি সেন্টারে।

বেঙ্গল ট্যালেন্ট সার্চ পরীক্ষা অনুষ্ঠিত হলো রাজ্যের ৪২টি সেন্টারে।

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি শম্পা ঘোষ: ১৪ই সেপ্টেম্বর ২০২৫, পশ্চিমবঙ্গ জুড়ে একযোগে অনুষ্ঠিত হলো “কে কে এডুকেশনাল সোসাইটি” পরিচালিত বেঙ্গল ট্যালেন্ট সার্চ পরীক্ষা। দ্বিতীয় দফায় এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের মোট ৪২টি সেন্টারে।

মালদা জেলার গাজোল থানার গোলগড় বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলে প্রায় সাড়ে ৩৫০ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এই কেন্দ্রে পরীক্ষার সার্বিক দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। উপস্থিত ছিলেন কে কে এডুকেশনাল সোসাইটির কেন্দ্রীয় সম্পাদক দেবাশীষ দেব শর্মা। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা পরিচালনা হয় এবং পুরো কার্যক্রম ভিডিওগ্রাফির মাধ্যমে সরাসরি পাঠানো হয়েছে।

এর পাশাপাশি উত্তর ২৪ পরগনার বারাসাত, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর, দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর, মালদার আড়াইডাঙ্গা সহ একাধিক কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

রাজ্যের বিভিন্ন প্রান্তের হাজার হাজার ছাত্রছাত্রী এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments