নিজস্ব প্রতিনিধি সম্পা :আসতে চলেছে ধামাকাদার শো। বেঙ্গল ফ্যাশন স্টার প্রেসেন্ট vivanta। এটা হল একটি অভিনব ফ্যাশান শো। তারই প্রস্তুতিতে গ্রুমিং ওয়াকশপ season 2 আয়োজিত হল নাকতলায়। ২২ ও ২৩ এই দুদিন চলবে গ্রূমিং season। এই ফ্যাশন শো’য়ে অংশগ্রহণ করেছে মহিলা,পুরুষ, এবং বাচ্চারা। ১০০ জনের ওপরে প্রতিযোগীরা অংশগ্রহণ করছে এই শো’তে । এই ধামাকাদার শো আয়োজিত হতে চলেছে ২৪ ডিসেম্বর ইকো পার্ক আকাংসা মোড়,NKDA COMMUNITY HALL-এ। বেঙ্গল ফ্যাশন স্টার প্রেসেন্ট vivanta পরিচালনায় রয়েছেন বেঙ্গল ফ্যাশন স্টারের অ্যাডমিন দীপক বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশের প্রথম সারির ইউটিউবার তাওহীদ উদ্দীন আফ্রিদি । এই অভিনব শো নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন বেঙ্গল ফ্যাশন স্টার এর কো অ্যাডমিন সিমি তরফদার, শো দেখার জন্য সবাই কে আমন্ত্রিত করেছেন।