*বেলুড়ে গঙ্গার ঘাটে মকর সংক্রান্তিতে শীতবস্ত্র ও অন্নভোগ বিতরণ* প্রতি বছরের ন্যায় এবছরও যাবতীয় কোভিড বিধিনিষেধ মেনেই মকর সংক্রান্তির দিন বেলুড়মঠের পার্শ্ববর্তী গঙ্গার ঘাটে আগত দুঃস্থদের মধ্য কম্বলও খিচুড়ি বিতরণ করা হল।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ডা: রাণা চ্যাটার্জী, হাওড়া পৌরনিগমের প্রাক্তন পৌরপিতা পল্টু বনিক, প্রবীর রায়চৌধুরী,কৈলাস মিশ্র, সমাজসেবী সীতারাম চ্যাটার্জী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বিধায়ক ডাঃ রাণা চ্যাটার্জী নিজে হাতে কম্বল ও খিচুড়ি ভোগ বিতরণ করেন।