মালদহ ঃ বোমা ফেটে আহত কিশোর।জমিতে কাজ করতে গিয়ে বল ভেবে বোমা হাতে তুলে নিলে বিস্ফোরণ হয়। জখম কিশোর। মালদার ইংরেজবাজার থানার নতুন নঘরিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। আহত কিশোরের নাম সাব্বির নাদাব।বর্তমানে সে মালদা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার বাম হাতে চোট লেগেছে। ঘটনার তদন্তে ইংরেজবাজার থানার পুলিশ