এই রদবদল কলকাতা পুরসভা নির্বাচনের ফল প্রকাশের ঠিক একদিন পরেই ঘটল। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য কমিটির নামের তালিকা দিল্লিতে পাঠিয়েছিলেন। বুধবার কলকাতায় চলেও এসেছে।পাশাপাশি মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পলের জায়গায় তনুজা চক্রবর্তীকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।বঙ্গ বিজেপির নতুন কমিটিতে সৌমিত্র খাঁ রাজ্যের সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন।এমনকি, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলকে রাজ্যের সাধারণ সম্পাদিকার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে দলের সহ-সভাপতি করা হয়েছে।বিজেপি নেতা তথাগত রায়ের নতুন কমিটিতে নাম নেই।