ভক্তশূন্য কাশীপুর উদ্যানবাটিতে পালিত উৎসব
রামকৃষ্ণ দেব জীবনের শেষ দিনগুলি পালন করেছিলেন এই কাশীপুর উদ্যানবাটিতে। ১৮৮৬ সালের ১ জানুয়ারি থেকে কল্পতরু উৎসব পালিত হচ্ছে।করোনা অতিমারীর কারণে ২০২১ সালেও কাশীপুর উদ্যানবাটির উৎসবে সামিল ছিলেন সাধারণ মানুষ। আজ ১ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা।২০২২ এ ভক্তশূন্য থাকবে কাশীপুর উদ্যানবাটি কল্পতরু উৎসব।