HomeStateভরদুপুরে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনা ঘটলো মালদা জেলার ইংরেজবাজার শহরে

ভরদুপুরে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনা ঘটলো মালদা জেলার ইংরেজবাজার শহরে

spot_img
- Advertisement -
https://youtu.be/w1NBwELwKe8

মালদা: ভরদুপুরে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনা ঘটলো মালদা জেলার ইংরেজবাজার শহরে। পুলিশ অফিসার সেজে ছিনতাইয়ের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। ইংরেজবাজার শহরের বিটি কলেজ রোড বিডিও অফিসের গেটের সামনে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। নকল পুলিশ অফিসার সেজে কৌশল করে সোনার আংটি পাঞ্জাবির বোতাম নিয়ে পালালো ছিনতাই বাজরা। জানা যায় ইংরেজবাজার শহরের সিংঙ্গাতলা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দফতরের কর্মী তপন কুমার সরকার জানান এদিন দুপুরে পোস্ট অফিস মোড়ে দলীয় কর্মসূচিতে যোগদান করে বাড়ি ফেরার সময় ইংরেজবাজার শহরের বিটি কলেজ রোড বিডিও অফিসের গেটের সামনে দাঁড়িয়ে থাকা দুজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হঠাৎ করে তার কাছে এসে থানার পুলিশ অফিসার বলে পরিচয় দেয়। উত্তরবংগ রাষ্টীয় পরিবহন সংস্থ্যার অবসর প্রাপ্ত কর্মীর আরও অভিযোগ ওই ব্যাক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়েই প্রশ্ন করেন এই দুপুরে এত সোনার গয়না পরে বেরিয়েছেন কেন। পাঞ্জাবিতে সোনার চেইন বোতাম আংটি পরেছেন কেন। তারপর ওই ব্যক্তিরা আমার সোনার পাঞ্জাবির বোতাম ও হাতের আংটি খুলে দিয়ে কাগজে মুড়িয়ে আমার ব্যাগে ঢুকিয়ে দেয়। এবং বলে এইভাবে দিনে-দুপুরে সোনার আংটি সোনার বোতাম পাঞ্জাবির বোতাম পড়ে চলাফেরা করবেন না বরং অনুষ্ঠান বাড়িতে এসমস্ত পড়বেন। তারপর তারা সেখান থেকে চলে যায়। সামান্য পর আমি ব্যাগের ভিতর কাগজে মোড়া জিনিসটি খুলে দেখি সেখানে আমার পাঞ্জাবির বোতাম আর আংটি নেই। সংগে সংগে পিছনে ঘুরে দেখি তারা এলাকা ছেড়ে পালিয়েছে। এরপরেই আমি এ বিষয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করি।পুলিশ তদন্ত শুরু করলেও এ দিনের ঘটনায় এখনো আতঙ্কের মধ্যে রয়েছেন তপনবাবু।।পাশাপাশি দিন দুপুরে শহরে এ ভাবে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের ঘটনা ছড়িয়ে পড়তেই শহরবাসির মধ্যেও দেখা দেয় আতংক

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments