
নিজস্ব সংবাদদাতা শম্পা ঘোষ,কলকাতা, ১২ সেপ্টেম্বর:বাংলার কৃতী ব্যক্তিত্বদের স্বীকৃতি জানাতে এক অনন্য উদ্যোগ নিল বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব ও আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র। এদিন কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা ঘরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের ৩০ জন বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, শিক্ষাবিদ, বিজ্ঞানী ও সমাজকর্মীর হাতে তুলে দেওয়া হল “ভারত গৌরব সম্মান”।
অনুষ্ঠানের সূচনা করেন বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের সভাপতি সুরথ চক্রবর্তী। তিনি বলেন—
“এই সম্মাননা কেবল পুরস্কার নয়, এটি ভারতবর্ষের গৌরবকে বিশ্বের দরবারে তুলে ধরার অঙ্গীকার।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোভাবাজার রাজবাড়ীর প্রবীর কৃষ্ণ দেব, তালবাদ্য শিল্পী মল্লার ঘোষ, ব্রিগেডিয়ার তুষার কান্তি মুখোপাধ্যায়, কবি জয়দীপ চট্টোপাধ্যায় প্রমুখ। তাঁদের হাত দিয়েই সম্মাননা প্রদান করা হয়।
সম্মানপ্রাপ্ত বিশিষ্টজনেরা:এবারের সম্মানপ্রাপকদের মধ্যে রয়েছেন বাংলা সাহিত্য, শিল্প, সংগীত, পরিবেশ, সমাজসেবা ও গবেষণা ক্ষেত্রে অবদানের জন্য সুপরিচিত ৩০ জন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—
প্রবীর কুমার বিশ্বাস – বাংলা সাহিত্যের দিকপাল ও আন্তর্জাতিক স্বর্ণপদকপ্রাপ্ত সাহিত্যিক।
সিপ্তি সরকার – লেখিকা ও সমাজসেবিকা।
সরোজ ভট্টাচার্য – সমাজকেন্দ্রিক লেখনীতে পরিচিত কবি।
উত্তম দেবনাথ – সাহিত্য ও নাট্যজগতে প্রতিষ্ঠিত নাম।
শিব সৌম্য বিশ্বাস – কবি ও সমাজকর্মী।
বিকাশ বসাক – শিক্ষামূলক সাহিত্যকর্মের জন্য খ্যাত।
সঙ্ঘমিত্রা ব্যানার্জী – শিক্ষিকা ও গবেষক।
মন্দিরা মুখার্জ্জী ব্যানার্জ্জী – দূরদর্শনের শিল্পী ও বহুমুখী প্রতিভা।
শুভ্রা ঘোষ, নাজনিনা সুলতানা, কৃষ্ণা পাত্র, পরিমল চন্দ্র মজুমদার, হিমেন্দু দাস, মহাদেব গুড়িয়া, তরুণ কান্তি মন্ডল, মহুয়া সাহা, স্বপন কুমার রুইদাস, সুনীতা রায় প্রধান, লেখা মন্ডল, শ্যামল মুখোপাধ্যায়, আব্দুল কাদের, ডঃ অনিরুদ্ধ পাল, ডঃ অমৃতলাল বিশ্বাস, শর্মিষ্ঠা রায় চৌধুরী, পণ্ডিত সুভাষ সিংহ রায়, আশুতোষ মজুমদার, মানিক পোদ্দার, শংকর দাস, ডঃ শ্যামল কুমার দাস ও সুরথ চক্রবর্তী।
পদ্মশ্রী মনোনয়নের জন্য সুপারিশ হয়।এছাড়াও এ ৩০ জন গুণীজনকে ২০২৬ সালের পদ্মশ্রী পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে সুপারিশ করা হয়েছে বলে জানানো হয়েছে।
এই সম্মাননা শুধু বাংলার নয়, সমগ্র দেশের সংস্কৃতি, সাহিত্য ও সমাজচেতনার প্রতীক হিসেবে নতুন উচ্চতায় পৌঁছল।




