২২শে সেপ্টেম্বর হাওড়া ময়দান শরৎ সদনে ‘ভিহান স্টাইল আইকন ‘ এর তরফ থেকে আয়োজিত হল ৫ম তম অন্যাউল সোশ্যাল এন্ড কালচারাল ডান্স প্রোগ্রাম।
‘ড্রপ বিটস ড্যান্স ফ্যাক্টরি ‘ দীর্ঘ আট বছর সুনামের সাথে ড্যান্স শেখায়। এর পাশাপাশি ফিটনেস জুম্বা,ড্যান্স ট্রেনিং শেখান হয়। এখানে প্রায় ২০০ জন স্টুডেন্টস ড্যান্স শেখে।এই প্রোগামে ১০০ জনের ওপরের অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করেছেন।
এই ডান্স প্রোগ্রামে উপস্থিত ছিলেন ‘ভিহান স্টাইল আইকন ‘ ডান্স প্রোগ্রামের কোরিয়গ্রাফার -ভিহান সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন, বিশাল শঙ্কর, প্রীতি জৈন,ভিহান সিং, শ্রুতি সিং, প্রীতি সিং,পৃথ্বী সিং,রমেন সিং, রাখেশ সিং ।