HomeNews*মগরাহাট ১ মিল্লী ইত্তেহাদ এর পক্ষ থেকে উস্থি থানার নবনিযুক্ত ওসি আবুল...

*মগরাহাট ১ মিল্লী ইত্তেহাদ এর পক্ষ থেকে উস্থি থানার নবনিযুক্ত ওসি আবুল মারজানএর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সংবর্ধনা দেওয়া হয়*

spot_img
- Advertisement -

*বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:-* উস্থি থানার নব নিযুক্ত ওসি আবুল মারজান মহাশয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলো মগরাহাট ১ ব্লক মিল্লী ইত্তেহাদ এর পক্ষ থেকে। একই সঙ্গে এদিন তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি মিল্লী ইত্তেহাদ মগরাহাট ১ ব্লক এর পক্ষ থেকে মেমেন্টো উপহার দেওয়া হয়। এই প্রতিনিধি দলে দুদিন মিলিয়ে যারা উপস্থিত হয়ে ছিলেন প্রফেসর ডক্টর জাহান আলি,মাস্টার আলিনুর মন্ডল,মাওলানা আলিনুর পুরকাইত,প্রফেসর বদরুদ্দোজা,মাস্টার নুরনবী,ডাক্তার কারিবুল্লাহ,মাস্টার আতাউর রহমান,মাস্টার সিকান্দার,
ডাক্তার এজাহার,মাওলানা নুর আলম,শামসুর রহমান, সালাউদ্দিন লস্কর,শামীম আকতার,ডাক্তার হালিম,এডভোকেট জাহির আব্বাস,
সাংবাদিক বাইজিদ মন্ডল,মনোয়ার হোসেন,হাসানুর মোল্লা প্রমুখ। মগরাহাট ১ মিল্লি ইত্তেহাদ তাদের সঙ্গে ওসির প্রাথমিক সাক্ষাৎ এ কিছু কথাবার্তা হয়,এবং তারা তাদের সংগঠনের লক্ষ্য, উদ্দ্যেশ্য, কর্মসূচি ও প্রোগ্রাম ইত্যাদি বিষয়ে ওসি সাহেবকে অবহিত করেন। পাশাপাশি এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার ব্যাপারে নতুন অফিসার ইনচার্জ হিসেবে আবুল মারজান মহাশয় স্বচ্ছ ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে দায়িত্ব কর্তব্য পালন করবেন এবং তার কাজের মাধ্যমে পুলিশের মানবিক মুখ তিনি সংশ্লিষ্ট এলাকায় তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেন এর প্রতিনিধিরা।নতুন দায়িত্বে এসে এলাকার মিল্লী ইত্তেহাদ সংগঠনের সঙ্গে আলাপ আলোচনা করে খুশি তরুণ পুলিশ অফিসার আবুল মারজান মহাশয়। তার আচরণ ও কথাবার্তায় সন্তুষ্ট র মগরাহাট ১ ব্লক মিল্লী ইত্তেহাদ এর প্রতিনিধিরা।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments