নিজস্ব প্রতিনিধি(রজত রায়): প্রথমবারেই কেল্লাফতে। রাজনীতির ময়দানে নেমেই ছক্কা হাঁকালেন ঠাকুরবাড়ির সদস্য মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। মতুয়াগড়ের মধুপর্ণা উত্তর ২৪ পরগনার বাগদা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। এই জয়ের ফলে তিনিই হলেন রাজ্য বিধানসভার কনিষ্ঠতম বিধায়ক।
২০২১ বিধানসভা নির্বাচনে মতুয়াগড় বাগদা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস। পরবর্তীতে তিনি তৃণমূলে যোগ দেওয়ায় এই উপনির্বাচন। গত লোকসভা নির্বাচনেও বাগদা কেন্দ্রে বিজেপি এগিয়ে ছিল ২০ হাজার বেশি ভোটে। মনে করা হয়েছিল এই কেন্দ্র থেকে জয়ী হবে বিজেপিই। কিন্তু সব হিসেব উলটে বিজেপিরে হাত থেকে জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস।
এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে বেছে নেয় রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে। এদিন গণনার শুরু থেকেই বাগদায় এগিয়ে ছিল তৃণমূল। ষষ্ঠ রাউন্ড শেষে ব্যবধান দাঁড়ায় ১৪ হাজারের বেশি। পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ব্যবধান। অবশেষে ৩৩ হাজার ভোটে বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাসকে হারিয়ে জয়ী হন মধুপর্ণা।