
নিজস্ব প্রতিনিধি ( সাংবাদিক সুজাতা দে ): মদ্যপ অবস্থায় ছেলের ক্ষোভের বসে হাত পা বেঁধে গলা টিপে খুন করলেন বাবা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে তপসীখাতা গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃতের নাম মিঠুন দাস। খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন বাবা পরেশ দাস। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মদ্যপ অবস্থায় মিঠুনের তান্ডব নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারে অশান্তি চলছিল। প্রতিদিন মদ পান করে এসে পরিবারের সদস্যদের ওপরে মিঠুন প্রবল নির্যাতন চালাতেন বলে অভিযোগ। প্রতিদিনের একই ঘটনায় অসন্তুষ্ট হয়ে উঠেছিলেন মিঠুনের বাবা। এমনকি পাড়ায় মিটিং বসেছিল বিষয়টির ওপর। তাতে কাজ না হওয়ায় ছেলের বিরুদ্ধে অবশেষে পুলিশের অভিযোগ করেছিলেন পরেশ বাবু। তাতেও সংশোধিত হননি মিঠুন। স্থানীয় বাসিন্দাদের দাবি রবিবার রাতে মদ্যপ অবস্থায় মিঠুন বাড়ি ফিরলে হাত-পা দড়ি দিয়ে বেঁধে ফেলেন বাবা পরেশ দাস এর পর ছেলেকে শ্বাসরোধ করে খুন করেন তিনি। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহ উদ্ধার করে। এরপর অভিযুক্ত পরেশ বাবুকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। তবে সত্যিই পরেশ বাবুর ছেলেকে খুন করেছেন না এর পেছনে অন্য কেউ রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের অন্যান্য সদস্যদের।