মনের ঠিকানার উদ্যোগে — অরুণ গোয়েঙ্কা, শঙ্কর গুপ্তা ও রাজেশ গুপ্তার সৌজন্যে ঝাড়গ্রামের তিনটি অনাথ ছাত্র- সমীর নায়েক, খোকা মূর্মূ ও রাকেশ সিং কে তাদের মাধ্যমিকের সফলতা ও পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি হওয়ার সফলতার স্বীকৃতি স্বরূপ সংবর্ধনা ও পুরস্কৃত করা হয় ।
তাদের উৎসাহিত করতে বিড়লা প্ল্যানেটরিয়াম শো দেখানো হয়।
পিতৃমাতৃহীন এই কিশোরেরা যাতে তাদের প্রয়োজনীয় লেখাপড়ার কাজ চালিয়ে যেতে পারে তার জন্য মনের ঠিকানা দায়বদ্ধ.
ঝাড়গ্রাম জেলার প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ ও শিশুদের নিয়ে মনের ঠিকানা আরো ভালো কাজ করতে আগামী দিনে আগ্রহী ।




