নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): গত জন্মদিনেও একই রকম’ ভাবে হাত নেড়েছিলেন তিনি। একের এক ছবি বক্স অফিসে যখন মুখ থুবড়ে পড়ছিল তখন সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে । অনেকেই বলেছিলেন শাহরুখ খান ‘ফুরিয়ে’ গিয়েছেন।২০২১ সালের জন্মদিনে দেখা পর্যন্ত দেননি ভক্তদের। প্রমোদতরীতে মাদককাণ্ডে ছেলে আরিয়ান খানের নাম জড়ানোয় নিজেকে কিছুটা গুটিয়েই নিয়েছিলেন নায়ক। কিন্তু সব সমীকরণ পাল্টে যায় ২০২৩-এর জানুয়ারিতে। মুক্তি পায় ‘পাঠান’। ছবি ব্লকবাস্টার। তারপর জওয়ান। ফের তিনি প্রমান করেন এখনো বলিউডের বাদশা তিনি। তিনিই কিং খান।
২ নভেম্বর মায়ানগরীতে শাহরুখ দর্শনের জন্য মন্নতের সামনে ভিড় জমান আমজনতা। আর রাত ১২ টায় মন্নতের ব্যালকনি থেকে হাত নেড়ে ভক্তদের তৃপ্ত করেন। তিনি নান আদার দ্যান সুপারস্টার শাহরুখ খান। ২০২৩- এর ২ নভেম্বর ৫৮-তে পা শাহরুখের। প্রিয় তারকার জন্মদিনের মধ্যরাতে মন্নতের বাইরে ভিড় জমিয়েছিল শাহরুখ ভক্তরা। ভগবানের এক ঝলক দেখার জন্য অপেক্ষা করে থাকে শয়ে শয়ে ভক্তরা। এবারেও তার ব্যতিক্রম হয়নি। সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই চিত্র। অপেক্ষার অবসান ঘটিয়ে ১২ টা বাজার আগেই মন্নতের ব্যলকনিতে হাজির ভগবান। শাহরুখের দর্শন পেয়েই একেবারে খুশির জোয়ারে ভেসে গিয়েছে অনুরাগীরা।
সিগনেচার স্টাইলে পোজ দিয়ে, সকেলর দিকে চুমু ছুঁড়ে দিলেন কিং খান। ওদিকে মুঠোফোনে শাহরুখকে লেন্সবন্দি করতে ব্যস্ত ভক্তরা। কিং খানের জন্মদিনের মধ্যরাতের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেলেব পাপারাৎজ্জি। যা মুহূর্তে ভাইরাল নেটপাড়ায়। কিং খানের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাঁক জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। মিলিটারি প্রিন্টের ট্র্যাক প্যান্টের সঙ্গে কালো টি শার্ট আর মাথায় কালো টুপি পরে যখন মন্নতের ব্যালকনিতে শাহরুখ ততক্ষণে আনন্দে মাতাল অনুরাগীরা। মন্নতের বাইরে আতসবাজির রোশনাইতে দিলওয়ালির আগেই যেন আলোর উৎসব।