নিজস্ব প্রতিনিধি সম্পা :৩০ জন মহিলা প্রতিযোগী অংশগ্রহণ করল রান্নার প্রতিযোগিতায়।”MIRAGE” talenetd dup সঙ্গীতা ও স্বর্ণালী দ্বারা পরিচালিত “HELLO KOLKATA Cooking Contest” উপস্থাপন করে, এবং DREAM CATCHER দ্বারা সমর্থিত।
বালিগঞ্জ প্লেস, দুর্গাবাড়িতে এই রান্না প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় রান্নার দুটি বিভাগ ছিল স্নাক্স আইটেম এবং লাঞ্চ আইটেম যেখানে দুটি ভাগে বিভক্ত হয় প্রতিযোগীরা । যারা বিচারক তাঁরা বলেন প্রতিযোগীদের রান্না করা বিভিন্ন ধরনের খাবার খেয়ে নতুন খাবারের টেস্ট পেয়েছেন যেখানে নতুনত্ব খাবারের স্বাদ মন ছুঁয়ে গিয়েছে।তাদের বক্তব্য কিছু কিছু খাবার তাঁরা প্রথমবার খেয়েছেন এবং কম্পিটিশনে আনা প্রত্যেকটি খাবার ছিল অসাধারণ। তাদের পক্ষে প্রত্যেক প্রতিযোগিদের নম্বর দিতে খুব কঠিন হচ্ছিল কেননা সবার তৈরি খাবার দুর্দান্ত ছিল।