HomeNewsমাথাভাঙা: নাগরিক কনভেনশনকে ঘিরে তৃণমূল পরিচালিত পুরসভার কোন্দল প্রকাশ্যে

মাথাভাঙা: নাগরিক কনভেনশনকে ঘিরে তৃণমূল পরিচালিত পুরসভার কোন্দল প্রকাশ্যে

spot_img
- Advertisement -
https://youtu.be/H3-9DOafygw

মাথাভাঙা: নাগরিক কনভেনশনকে ঘিরে তৃণমূল পরিচালিত পুরসভার কোন্দল প্রকাশ্যে। রবিবার মাথাভাঙা শহরের নজরুল সদনে পুরসভার তরফে নাগরিক কনভেনশনে উপস্থিত ছিলেন না দলেরই একাংশ কাউন্সিলার। একই সঙ্গে তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মনের বাড়ি মাথাভাঙা শহরে হলেও তাকেও কনভেনশনে ডাকা হয়নি বলে অভিযোগ। যদিও পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত কাউন্সিলার সহ শহরের বিশিষ্ট নাগরিক ও বাসিন্দাদের এদিনের কনভেনশনে আমন্ত্রন জানানো হয়েছে। এদিনের কনভেনশনে উপস্থিত ছিলেন শহরের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা শহর তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ রায়। শহরের তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রবীর সরকার ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কাকলি ঘোষ উপস্থিত ছিলেন না। এনিয়ে দলীয় কর্মিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এব্যাপারে পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক বলেন, আমরা শহরের নাগরিকদের শুভেচ্ছা জানাতে নাগরিক কনভেনশনের আয়োজন করেছিলাম। শহরের উন্নয়নে নাগরিকদের মতামতও নেওয়া হয়েছে। সমস্ত কাউন্সিলার সহ জেলা তৃণমূলের চেয়ারম্যানকে আমরা চিঠি দিয়ে আমন্ত্রন জানিয়েছি। আমাদের আমন্ত্রনে যদি কোনো ত্রুটি হয় তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।”তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মন জানিয়েছেন- “তিনি নাগরিক কনভেনশনের ব্যাপারে কিছুই জানেননা।

writer

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments