HomeNewsমাধ্যমিক পরীক্ষারত অবস্থায় অসুস্থ বোধ করল মহম্মদ ইসমাইল

মাধ্যমিক পরীক্ষারত অবস্থায় অসুস্থ বোধ করল মহম্মদ ইসমাইল

spot_img
- Advertisement -
https://youtu.be/VawlrAdjQHA

মাধ্যমিক পরীক্ষারত অবস্থায় অসুস্থ বোধ করলে মহম্মদ ইসমাইল নামে এক পরিক্ষার্থীকে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতাল পরে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হল বুধবার। জানাযায়, উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার নমুনিয়া গ্রামের বাসিন্দা মহম্মদ ইসমাইল কাপাশিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র হলেও এই বছর তার মাধ্যমিকের সিট পরেছিল দীঘনা উচ্চ বিদ্যালয়ে। এদিন মাধ্যমিকের তৃতীয় দিনের ভূগোল পরিক্ষা মোটরবাইক নিয়ে ইটাহার থানার বাসাহার এলাকায় গ্রামীণ সড়ক ধরে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ধানের জমিতে উলটে যায়। এরপর সে সেখান থেকে উঠে মাধ্যমিক পরিক্ষা দিতে নির্দিষ্ট সময়ে দীঘনা হাই স্কুলে পৌচ্ছে পরিক্ষা দিতে শুরু করে। প্রশ্নপত্র ও উত্তরপত্র নিয়ে পরিক্ষা শুরুর প্রায় ৩০ মিনিট পরিক্ষা দেওয়ার পর সে অসুস্থ বোধ করে। মাধ্যমিক পরিক্ষার্থীর অসুস্থতার খবর যায় ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত বিশ্বাসের কাছে। এরপর ইটাহার গ্রামীণ হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে বিডিও অমিত বিশ্বাস সহ ইটাহার থানার আইসি মানবেন্দ্র নাথ সাহা অ্যাম্বুলেন্স নিয়ে দীঘনা স্কুল থেকে মাহম্মদ ইসমাইলকে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পরিক্ষার্থীর শারিরিক অবস্থার অবনতি হলে ইটাহার ব্লক ও পুলিশ প্রশাসনের আধিকারিক দের পাশাপাশি ইটাহার ব্লক তৃণমূল নেতা সায়েস্তা আলম, মেহেবুব আলম এর তৎপরতায় অসুস্থ পরীক্ষার্থীকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। বর্তমানে অসুস্থ মাধ্যমিক পরিক্ষার্থী মহম্মদ ইসমাইল সেখানেই চিকিৎসাধীন। প্রাথমিক ভাবে ওই ছাত্রের মোটরবাইক নিয়ে পরে গিয়ে মাথায় আঘাত লেগে থাকতে পারে বলে অনুমান ইটাহার হাসপাতালের চিকিৎসক সহ ইটাহার ব্লক ও পুলিশ প্রশাসনের আধিকারিকদের। বাইট- বিডিও অমিত বিশ্বাস

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments