নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ, তারাপীঠ :১৭ই আগস্ট আমার সংবিধান, আমার অধিকার রক্ষার দায়িত্বে অন্তর্দেশীয় মানবাধিকার কাউন্সিল, ভারতবর্ষ পশ্চিমবঙ্গ শাখা (hrc West Bengal) প্রত্যেক বছরের মতন এ বছরও শ্রাবণ মাসের শেষ শনিবার হাজির হয়েছিলো তারাপীঠে।অন্তর্দেশীয় মানবাধিকার কাউন্সিল, ভারতবর্ষ পশ্চিমবঙ্গ শাখা এ বছরও সাহায্যের হাত বাড়িয়েছিলো সাধারণ মানুষের মধ্যাহ্ন ভোজনে। প্রায় ১২০০ জন অতি সাধারণ মানুষদের মধ্যাহ্ন ভোজন করান এবং সাধুসন্তদের আশীর্বাদ কে সাথে নিয়ে তারা মায়ের পুজো মাধ্যমে আরাধনা করলেন । রাজনীতিকে উপেক্ষা করে, কোন নির্দিষ্ট রঙের পতাকার তলায় না দাঁড়িয়ে, যে সকল মানুষ ন্যায় বিচারের জন্য দিবারাত্রি পরিশ্রম করে চলেছেন, তাদের প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানালেন অন্তর্দেশীয় মানবাধিকার কাউন্সিল, ভারতবর্ষ পশ্চিমবঙ্গ শাখার সদস্যরা এবং তাদের দাবি ‘উই ওয়ান্ট জাস্টিস’।
পাবলিক ডিপার্টমেন্ট, HRC পশ্চিমবঙ্গ বোর্ড -এর যুগ্ম সম্পাদক রাজিব সেন বলেন,সমাজকে যারা রোজ রাত্রে ক্ষতবিক্ষত করছে, তাদেরকে নির্মূল করতে সারাদেশে মানবাধিকার সংগঠন গুলি দিবারাত্রি পরিশ্রম করে চলেছে। ভারতীয় সংবিধান ভারতীয় আইনের উপর যাদের আশা-ভরসা তাদের উদ্দেশ্যে সব-সময় বলছি। আইনকে কেউ হাতে নেবেন না। আমাদের লড়াই কোন রাজনৈতিক লড়াই নয়। অন্যায়ের বিরুদ্ধে লড়াই। এই লড়াইয়ে আপনার পাশে মানবাধিকার সংগঠন।