
২২ জানুয়ারি এবং ২৭ ফেব্রুয়ারি এই দুই দিন রাজ্যের পুরসভা ভোট করানো হবে বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছে নির্বাচন কমিশন।রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission) হলফনামায় জানায়, মোট দু’দফায় ভোট করানো সম্ভব। প্রথম দফায় ভোট হবে ২২ জানুয়ারি। দ্বিতীয় দফায় আগামী ২৭ ফেব্রুয়ারি হবে ভোটাভুটি। প্রথম দফায় বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি, হাওড়ার ভোট হবে। দ্বিতীয় দফায় বাকি সমস্ত পুরভোট করার ভাবনা।