গোটা রাজ্যে বাড়ছে তাপমাত্রা। এর মাঝে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তার প্রভাব পড়বে রাজ্যের তাপমাত্রায়। আপেক্ষিক আদ্রতা বেড়ে যেতে পারে, চরম অস্বস্তিতে পড়তে হতে পারে।বুধবার রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশের ঘুরাঘুরি করবে। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রী থাকবে। এরই সাথে বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়বে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যতদিন যাবে তাপমাত্রার পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী হবে গোটা রাজ্যে।