মালদা ঃ মালদা জেলার কালিয়াচক থানার নয়াগ্রামে শনিবার সকালে ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু একাধিক গবাদি পশু সহ তিন বছরের এক শিশুর। এই বিস্ফোরণের ফলে বাড়ির একটি অংশ সম্পূর্ণ ভাবে ভেঙ্গে পড়েছে। নয়াগ্রামের হাবিবুর সেখের স্ত্রী সকালে রান্নার জন্য গ্যাস ধরিয়ে ছিলেন। সেই সময় হঠাৎ করে বিস্ফোরণ হয়।গুরুত্বর আহত হয় তিন বছরের তাবরেজ সেখ। তাঁকে দ্রুত উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাড়ির লোকের দাবী গ্যাস সিলিন্ডার থেকে এই বিস্ফোরণ হয়েছে। কালিয়াচক থানার পুলিশ বাড়িটিকে ঘিরে দিয়েছে যেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত যেন কেউ বাড়ির মধ্যে ঢুকতে না পারে। তদন্ত করছেন একজন ডিএসপি পদমর্যাদার পুলিশ অফিসার