HomeStateমালদা-বেঙ্গল ফেডারেশন অব সার্টিফাইড খাদির উদ্যোগে এবং খাদি গ্রামোদ্যোগ ভবন কলকাতা ও...

মালদা-বেঙ্গল ফেডারেশন অব সার্টিফাইড খাদির উদ্যোগে এবং খাদি গ্রামোদ্যোগ ভবন কলকাতা ও খাদি মিশনের আর্থিক সহায়তায় মালদা জেলায় স্পেশাল খাদি গ্রামোদ্যোগ মেলার সূচনা করা হলো

spot_img
- Advertisement -
https://youtu.be/RYtjBnkkqsY
মালদা-বেঙ্গল ফেডারেশন অব সার্টিফাইড খাদির উদ্যোগে এবং খাদি গ্রামোদ্যোগ ভবন কলকাতা ও খাদি মিশনের আর্থিক সহায়তায় মালদা জেলায় স্পেশাল খাদি গ্রামোদ্যোগ মেলার সূচনা করা হলো। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই মেলার উদ্বোধন করেন খাদি অন্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশনের মেম্বার মনোজ কুমার সিং। এছাড়াও ছিলেন মালদা জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ছিলেন ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর কাকলি চৌধুরী, ছিলেন উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। স্বাস্থ্য ও সামাজিক দূরত্ব বিধি মেনে 21 শে মার্চ থেকে 31 শে মার্চ পর্যন্ত এই মেলা চলবে DSA ময়দানের পার্শ্ববর্তী মাঠে।খাদি অন্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশনের মেম্বার মনোজ কুমার সিং জানান, এই মেলায় মোট 42 টি স্টল রয়েছে ।তিনি আরো জানান এই মেলার প্রধান উদ্দেশ্য গ্রামীণ ক্ষেত্রে যে সমস্ত খাদির কারিগররা রয়েছেন তাদের হাতে তৈরি করা বিভিন্ন কাপড়ের সম্ভার প্রদর্শনের ক্ষেত্র এটি।
writer

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments